পাকিস্তানের বাংলাদেশ সফরসূচী চূড়ান্ত
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আসন্ন হোম সিরিজের সূচি চূড়ান্ত করেছে বিসিবি। আগামী ১৭,১৯ ও ২২ এপ্রিল ওয়ানডে এবং ২৪ এপ্রিল টি-টোয়েন্টি আর ২৮ এপ্রিল থেকে ২ মে প্রথম টেস্ট এবং ৬-১০ মে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
পিসিবি`র নিরাপত্তা প্রধান আজম খান পুরো সিরিজের নিরাপত্তা ইস্যু নিয়ে মঙ্গলবার বৈঠক করেছেন বিসিবির সাথে। বৈঠকের পর জানা গেছে, তারা সন্তুষ্ট। তাই এপ্রিলে ২০১১ সালের পর পাকিস্তানের বাংলাদেশ সফর অনেকটা নিশ্চিত বলে জানান বিসিবির প্রধান নির্বাহী।
এ সম্পর্কে তিনি বলেন, `আমরা আশা করছি- পাকিস্তান ক্রিকেট দল আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে।সার্বিক বিষয় বিবেচনা করে ঢাকা এবং খুলনাকেই এই সিরিজের জন্য ভেন্যু হিসেবে নির্ধারণ করেছি।
এমআর/এমএস