শুক্রবার বিয়ের পিঁড়িতে বসছেন রায়না


প্রকাশিত: ০৭:২৩ এএম, ০২ এপ্রিল ২০১৫

নানা জল্পনা কল্পনা শেষে রাজধানীর লিলা প্যালেস হোটেলে বুধবার এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে অবশেষে প্রিয়ঙ্কার সঙ্গে আংটি বদল সেরে ফেললেন ভারতের ক্রিকেট তারকা সুরেশ রায়না। শুক্রবার এখানেই ছোটবেলার বান্ধবী প্রিয়ঙ্কা চৌধুরীর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হবে।

রায়নার বিয়েতে পুরো ভারত দলকেই দাওয়াত দেওয়া হয়েছে।সঙ্গে থাকার কথা রাজধানীর রাজনৈতিক মহলের বেশ কয়েক জন বড় নামের। তবে রায়না  প্রিয়বন্ধু বলে পরিচিত ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বিয়েতে থাকছেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়। তবে আংটি বদল অনুষ্ঠানে উপস্থিত বিরাট কোহলির সঙ্গে ছিলেন অনুষ্কা শর্মাও।

রায়না ও নেদারল্যান্ডসে কর্মরত প্রিয়ঙ্কার মায়েরা বহুদিনের বন্ধু। সেই সুবাদেই ছোটবেলায় রায়নার সঙ্গে প্রিয়ঙ্কার পরিচয়। প্রেম এবং অবশেষে বিয়ে।
তবে বিয়ের জন্য খুব বেশি সময় পাচ্ছেন না আইপিএলে চেন্নাই সুপার কিংসের অন্যতম ভরসা রায়না। কারণ টুনার্মেন্ট শুরু হয়ে যাচ্ছে আগামী সপ্তাহেই। তাই প্রথমে ঠিক ছিল বুধবার সকালে আংটি বদল আর রাতে বিয়ে হবে। তবে শেষ পর্যন্ত আটচল্লিশ ঘণ্টা পেছাল বিয়ে। তবু নতুন বরকে বিয়ের পাঁচ দিনের মাথাতেই আবার নেমে পড়তে হবে মাঠে।

এমআর /আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।