ম্যাচ ফিক্সিংয়ের দায়ে পাকিস্তানি ক্রিকেটার নিষিদ্ধ


প্রকাশিত: ০৭:১৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

আগের দিন ম্যাচ ফিক্সিংয়ের দায়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসর থেকে নিষিদ্ধ হয়েছিলেন শারজিল খান ও খালিদ লতিফ। এবার সে তালিকায় যুক্ত হলো আরও এক নাম। একই কারণে নিষিদ্ধ হয়েছেন দীর্ঘদেহী ক্রিকেটার মোহাম্মদ ইরফান। পিসিবির অ্যান্টি করাপশন ইউনিট এ বিষয়ে পিসিবিকে জানালে তাকে নিষেধাজ্ঞা জারি করা হয়।

শুধু নিষেধাজ্ঞাই নয় ইরফানের ব্যক্তিগত মোবাইল ফোনও জব্দ করেছে পিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। পিএসএলের ভাবমূর্তি বজায় রাখতে এবার শুরু থেকেই সতর্ক অবস্থান নিয়েছে পিসিবি। এ বিষয়ে পিএসএল চেয়ারম্যান নিজাম শেঠি আগেই বলেছিলেন, ‘আমরা ক্রিকেটে কোন ধরণের দুর্নীতি বরদাস্ত করবো না। আগামীতে অন্য কেউ এমন করলে তা কঠিন হস্তেই দমন করা হবে।’

আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের সহয়তায় পিসিবির অ্যান্টি করাপশন ইউনিট কাজ করছে বলে জানান শেঠি। ক্রিকেটকে সুস্থ রাখতে আগামীতেই এ ধারা বজায় রাখেবন বলেও উল্লেখ করেন তিনি। 

এমআর/এমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।