চার মেরে মুশফিকের সেঞ্চুরি


প্রকাশিত: ০৫:২৫ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

রোববার সকালের চতুর্থ বলেই আউট মেহেদী হাসান মিরাজ। এরপর খুব বেশিক্ষণ থাকতে পারেননি তাইজুল ইসলামও। তাই বাংলাদেশি ক্রিকেটভক্তদের শঙ্কা জেগেছিল শেষ পর্যন্ত না জানি এ প্রান্তে অপরাজিত থেকেই সেঞ্চুরিবঞ্চিত হন মুশফিকুর রহীম। তবে সব শঙ্কা কাটিয়ে রাজকীয় ঢঙ্গে সেঞ্চুরি তুলে নেন তিনি। উমেশ যাদবের বলে চার হাঁকিয়েই নিজের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটি করেন বাংলাদেশ অধিনায়ক।

আগের দিন ৮১ রানে অপরাজিত ছিলেন মুশফিক। খেলেছিলেন ২০৬টি বল। ধৈর্যের দারুণ এক পরীক্ষা দিয়েছিলেন তিনি। হাফসেঞ্চুরি করেছিলেন ১৩৩ বলে। ৪৬ থেকে ৪৭ রানে যেতেই খেলেছিলেন ২০ বল। তবে আজ শুরুতেই দুই উইকেট হারানোয় কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন মুশফিক। বাকি ১৯ রান করতে খেলেন ২৯টি বল।

braverdrink

মুশফিকের এ সেঞ্চুরিতে এখনও স্বপ্ন দেখছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ উইকেটরক্ষক ব্যাটসম্যানের সংগ্রহ ১১৪ রান। ১৩টি চার ও একটি ছক্কার সাহায্যে নিজের এ ইনিংস সাজান তিনি। এ সময়ে বাংলাদেশ দলের সংগ্রহ ৮ উইকেটে ৩৬৮ রান।

আরটি/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।