অশ্বিনকে চার মেরেই সাকিবের হাফসেঞ্চুরি


প্রকাশিত: ০৭:১৮ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

টেস্ট স্পেশালিষ্ট মুমিনুল হক আউট হওয়ার পর উইকেটে নামেন সাকিব আল হাসান। বাংলাদেশ দল তখন ৬৪ রানেই হারিয়েছে সেরা তিনটি উইকেট। তার কিছুক্ষণ পর আউট মাহমুদউল্লাহও। তবে সাকিব খেলতে থাকলেন সাকিবের মতই। আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রাখেন। ভারতের সেরা বোলার রবিচন্দ্রন অশ্বিনের বলে চার মেরে তুলে নেন নিজের হাফসেঞ্চুরি।

২৫তম ওভারে উমেশ যাদবের দ্বিতীয় বলে উইকেটে আসেন সাকিব। তবে স্বাচ্ছন্দের সঙ্গে সূচনা করতে পারেননি তিনি। প্রথম তিনটি বল ঠিকভাবে ব্যাটে লাগাতে পারেননি তিনি। চতুর্থ বলে ফুলটস পেয়েই বেষ্টনী পার করেন তিনি। এরপর আরও ৯টি চার মেরে পূর্ণ করেন ক্যারিয়ারের ২১তম হাফসেঞ্চুরি।

braverdrink

মাত্র ৬৯ বলে নিজের হাফসেঞ্চুরির কোটায় পা দেন সাকিব। এ রান করতে ১০টি চার মারেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৩ বলে ৫৩ রান করে অপরাজিত আছেন সাকিব। এ সময় বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেটে ১৬৪ রান।

আরটি/এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।