ডিসিসির ঘোষিত তফসিল স্থগিত চেয়ে রিট


প্রকাশিত: ১০:২৯ এএম, ০১ এপ্রিল ২০১৫

আসন্ন ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইউনূস আলী আকন্দ। বুধবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ আবেদন করেন।

ইউনূস আলী আকন্দ বলেন, গত ১৮ মার্চ নির্বাচন কমিশন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। নির্বাচনের বিধি ১৩ অনুসারে ভোটার সংখ্যার ভিত্তিতে উত্তরের মেয়র পদে এক লাখ টাকা ও দক্ষিণের জন্য ৫০ হাজার টাকা জামানত দিতে হবে। এ ছাড়া ঢাকা দক্ষিণে ২৭ হাজার ৫০০ টাকা ও উত্তরের জন্য ১৮ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে মনোনয়ন ফরম নিতে হয়। যা সংবিধানের একাধিক অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। তিনি আরও বলেন, কোনো ব্যক্তি মেয়র প্রার্থী হতে চাইলে তাকে কমপক্ষে লাখপতি হতে হবে। লাখপতি না হলে তিনি মনোনয়নপত্র নিতে পারবেন না। এ জন্য সংক্ষুব্ধ হয়ে তিনি এ রিট আবেদনটি করেছেন।

আবেদনে আইনসচিব, প্রধান নির্বাচন কমিশনার, ঢাকার রিটার্নিং কর্মকর্তা, সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণকে বিবাদী করা হয়েছে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।