পিএসএলে সরফরাজের কোয়েটার রোমাঞ্চকর জয়


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭

পিএসএলের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে ইসলামাবাদ (৭ উইকেটে)। দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে সরফরাজ আহমেদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। লাহোর কান্দার্সকে ৮ রানে হারিয়েছে সরফরাজের দল।
 
টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৬ রান করেছে কোয়েটা। এই রানই তাদের এনে দিয়েছে জয়। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ১২৮ রানে থামে লাহোরের ইনিংস।

কোয়েটার পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন রিলে রুশো। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে আসাদ শফিকের ব্যাট থেকে। হাসান খান করেন ১৬ রান। লাহোরের সেরা বোলার মোহাম্মদ ইরফান; ২৬ রান খরচায় ৩ উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নামা লাহোরের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন জেসন রয়। দুজন ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ২৬ রান করে; গ্র্যান্ড এলিয়ট ও সুনীল নারিন। ২০ রান করেন ব্রেন্ডন ম্যাককালাম। কোয়েটার পক্ষে দুটি করে উইকেট নেন জুলফিকর বাবর, হাসান খান ও মোহাম্মদ নওয়াজ।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।