অভিষেক টেস্টে আনুষ্ঠানিকভাবে ক্যাপ পরেননি নাঈমুররা


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭

১৬ বছরে ঘরের মাঠে চারবার সিরিজ খেললেও ভারতের মাটিতে এর আগে কখনোই টেস্ট খেলেনি বাংলাদেশ। এবারই প্রথম। তাই হায়দরাবাদ টেস্টের আগে ২০০০ সালের নভেম্বরে হওয়া প্রথম টেস্টের কথাই ঘুরেফিরে আসছে। জাগো নিউজের সাথে আলাপে বাংলাদেশের টেস্ট যাত্রার সূচনা নিয়ে অনেক কথাই বলেছেন অভিষেক টেস্টে টাইগার অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।
 
অভিষেক টেস্টের নানা ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে একটা বিস্ময়কর তথ্য দিয়েছেন নাঈমুর রহমান। শুনে অবাক হবেন, অভিষেক টেস্টে যে ১১ জন বাংলাদেশের হয়ে খেলেছেন, তাদের আনুষ্ঠানিকভাবে ক্যাপ পরানো হয়নি।
এখন যেমন কোনো ক্রিকেটারের টেস্ট অভিষেকের আগে ঘটা করে টুপি পরানো হয়, সেটা আগেও ছিল। টেস্ট ক্যাপ পরানোর রীতি পুরনো।
 
বাংলাদেশের টেস্ট অভিষেকের অনেক আগে থেকেই ওই রীতি প্রচলিত। কিন্তু অবাক ব্যাপার- ভারতের বিপক্ষে ২০০০ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অভিষেক টেস্টের আগে নাঈমুর, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, হাবিবুল বাশার, আমিনুল ইসলাম, আকরাম খান ও মোহাম্মদ রফিকদের মাথায় কেউ আনুষ্ঠানিকভাবে টুপি পরাননি।
 
নাঈমুরের মুখ থেকেই শুনুন, ‘শুনলে অবাক হবেন, টেস্ট অভিষেকের আগে যে ১১ জন প্রথম টেস্ট খেলতে মাঠে নেমেছিলাম, তাদের ঘটা করে কোন টুপি পরানোই হয়নি। আমরা নিজেরাই যে যার টুপি মাথায় দিয়ে মাঠে নেমেছি।’

braverdrink
নাইমুর আরও যোগ করেন, ‘এখনো কোনো টেস্ট ডেবুট্যান্টকে খেলা শুরুর আগে আনুষ্ঠানিকভাবে ক্যাপ পরিয়ে দেয়া হয়। কোচ, ক্যাপ্টেন, ম্যানেজার কিংবা নামি ও সিনিয়র ক্রিকেট ব্যক্তিত্বের হাত থেকে টেস্ট ক্যাপ পরা রীতিমতো আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। কিন্তু আমাদের টেস্ট অভিষেকে টুপি পরা নিয়ে কোনো আনুষ্ঠানিকতা হয়নি।’

কেন হয়নি? এ প্রশ্নের জবাবে অভিষেক টেস্ট অধিনায়কের ব্যাখ্যা, ‘টেস্ট খেলিয়ে দেশ, জাতি ও দলের অভ্যুদয়- এটা নিয়ে অন্যরকম ও বাড়তি আবেগ-উচ্ছ্বাস ছিল সবার। ক্রিকেট অনুরাগী শুধু নয়, দেশের প্রতিটি মানুষের মাঝে পুলক ও রোমাঞ্চও কাজ করেছে। আমার মনে হয়, বোর্ড কর্তারাও অনেক বেশি আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। সে আবেগ ও উচ্ছ্বাসের মাত্রা এতটাই বেশি ছিল যে, টেস্ট খেলতে নামার আগে অভিষেক হওয়া সবাইকে যে ক্যাপ পরানোর রীতি আছে, মনে হয় সে কথা কারোর মনেই ছিল না!’
 
নাঈমুর আরও একটি তথ্য জানান, টেস্ট ক্যাপ পরানোর আনুষ্ঠানিক পর্ব না হওয়াই শুধু নয়, অভিষেক টেস্টের আগে আনুষ্ঠানিক ফটোসেশনও হয়নি। তাইতো তার মুখে এমন কথা, ‘আমাদের বোর্ডের আর্কাইভে অভিষেক টেস্টের কোনো গ্রুপ ছবি পাবেন না। কারণ আনুষ্ঠানিক ফটোসেশনও হয়নি।’

এআরবি/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।