চট্টগ্রামে ৮৫ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ আটক ১


প্রকাশিত: ০২:৪২ এএম, ০১ এপ্রিল ২০১৫

চট্টগ্রামে প্রায় সাড়ে ৮৫ লাখ টাকার স্বর্ণসহ মো. বেলাল হোসেন (৪৫) নামে একজনকে আটক করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৭। মঙ্গলবার রাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর  থেকে তাকে আটক করা হয়। বেলাল জেলার ফটিকছড়ির নুরুল আলমের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী উপ-পরিদর্শক (এএসপি) সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদে জানা যায়-ওমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্বর্ণবার নিয়ে এক যাত্রী আসছেন। বেলাল বিমানবন্দরে কাস্টমস ও শুল্ক গোয়েন্দাকে ফাঁকি দিয়ে স্বর্ণবার নিয়ে বের হয়ে আসে। আগে থেকেই বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিল র‌্যাব-৭ এর একটি দল।

 বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় বেলালকে  আটক করে র‌্যাব। তার জুতার ভেতর থেকে ১৯টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় দুই কেজি ও আনুমানিক মূল্য সাড়ে ৮৫ লাখ টাকা।

বেলালকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।