`অস্ট্রেলিয়ার চেয়ে কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ`


প্রকাশিত: ০৭:২৬ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

টেস্ট ক্রিকেটে অভিষেকের প্রায় ১৭ বছর পর প্রথমবারের মত ভারত সফরে গেছে বাংলাদেশ। সফরে একটি মাত্র টেস্ট খেলতে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশের পরেই বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে ভারতে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশের বিপক্ষের ম্যাচটিই বেশি প্রতিযোগিতাপূর্ণ হবে বলে মনে করেন ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শুরুর আগে এক টুইটে ভারতের সাবেক এই ওপেনার লেখেন, ‘আমাদের আবহাওয়ায় বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার থেকেও বেশি লড়াই আশা করছি।’

bangladesh

এদিকে প্রথমবারের মত ভারতের মাটিতে টেস্ট খেলতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ইনিংসের চতুর্থ বলেই উইকেট। এরপর ফিল্ডারদের ব্যর্থতায় দিনটাকে আর উজ্জ্বল করতে পারেনি টাইগাররা। একের পর এক ক্যাচ মিস আর রান আউট মিসের খেসারৎ দিয়ে উল্টো চাপে পরছে বাংলাদেশই।

braverdrink

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।