সংস্কৃতিচর্চার মানুষদের বড় অভাব : নূর
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, এখন প্রতিটি জেলায় শিল্পকলা একাডেমী আছে, সুযোগসুবিধা আছে। সব জেলায় পাবলিক লাইব্রেরি আছে, কিন্তু পাঠক নেই। এখন সবচেয়ে বড় অভাব সংস্কৃতিচর্চার মানুষদের। মঙ্গলবার দুপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যে ব্যক্তি সংস্কৃতিচর্চা করেন, তিনি কখনো রক্ষণশীল কিংবা সাম্প্রদায়িক হতে পারেন। শৈশব থেকেই সংস্কৃতিচর্চা শুরু করা উচিত, সেটা শুরু করতে হবে পরিবার থেকেই। যারা সমাজ নির্মাণ করবে, দেশ গড়বে, তাদের তো সংস্কৃতি বোধসম্পন্ন হতে হবে। টক শোতে এসব নিয়ে আলোচনা করা জরুরি।
বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, সংগীতশিল্পী শচীন দেব বর্মণের বাড়িতে কালচারাল কমপ্লেক্স ও চট্টগ্রামের মুসলিম হলে কালচারাল কমপ্লেক্স নির্মাণ করা হবে। এ ছাড়া ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম নির্মাণ করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। সভায় সাংবাদিকেরা বিভিন্ন বিষয়ে তাদের দাবির কথা জানান এবং মন্ত্রী সেগুলো পূরণের আশ্বাস দেন।
এএইচ/আরআই