রিহ্যাবের-আইএবি সমঝোতা সই


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ৩১ মার্চ ২০১৫

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ট্রেনিং ইনস্টিটিউটের ডিজাইন কমপিটিশনের জন্য ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশের (আইএবি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার রিহ্যাব সচিবালয়ে উভয় পক্ষের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন এবং আইএবি সভাপতি স্থপতি আবু সাইদ এম আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় দুই সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের ফলে রাজধানীর উত্তরায় রিহ্যাবের নিজস্ব জমিতে রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট ভবন নির্মাণের জন্য ডিজাইন কমপিটিশনের আয়োজন করবে আইএবি। এই প্রতিযোগীতায় নির্বাচিত শ্রেষ্ঠ নকশার আদলে ট্রেনিং ইনস্টিটিউট কমপ্লেক্স তৈরি করবে রিহ্যাব।

সমঝোতা স্মারক স্বাক্ষর করায় আইএবি কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন। এ চুক্তির মাধ্যমে উন্নতমানের একটি রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট কমপ্লেক্স গড়ে উঠবে এমন আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে এই ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে তৈরি হওয়া দক্ষ মানবসম্পদ আবাসন খাতের বিকাশে ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশা ব্যক্ত করেন রিহ্যাব সভাপতি।

এসআই/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।