সিলেটের ব্যবসায়ী ঢাকায় উদ্ধার


প্রকাশিত: ১২:১৯ পিএম, ৩০ মার্চ ২০১৫

সিলেট নগরের সুবিদবাজার লাভলী রোড থেকে নিখোঁজ ব্যবসায়ী শাহ মোঃ শওকত আলীকে অজ্ঞান অবস্থায় সোমবার সকালে রাজধানীর একটি পাবলিক টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে।

ব্যবসায়ীর প্রতিবেশী জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তার স্বজনরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তিনি জানান, ওই ব্যক্তি কেবল লুঙ্গি ও পাঞ্জাবি পরিহিত ছিলেন। তার সাথে কোন টাকা পয়সা এমনকি মোবাইল ফোনও ছিল না।

পারিবারিক সূত্র জানায়, রোববার ভোরে  সিলেট নগরের ৫২ লাভলী রোড়স্থ বাসা থেকে ফজরের নামাজ পড়তে বের হন ব্যবসায়ী মোঃ শওকত আলী (৬০)। এরপর থেকে তিনি আর বাসায় ফিরে আসেননি।

তিনি নগরের জিন্দাবাজারের রাজা ম্যানশনস্থ পিএইচপি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী।

এ ব্যাপারে শওকত আলীর ছেলে মোঃ আহসান শওকত সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়রির নম্বর ১৫৭৩ ।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১০ সালের দিকে শওকত আলী একবার অপহরণের শিকার হয়েছিলেন। তবে ওই দিনই তিনি আবার ফিরে আসেন।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।