স্ট্যাম্পের আঘাতে বাংলাদেশি ক্ষুদে ক্রিকেটারের মৃত্যু


প্রকাশিত: ০৯:২৮ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৭

ক্রিকেটে মৃত্যু নতুন কিছু নয়। তবে এবার স্ট্যাম্পের আঘাতে মারা গেল বাংলাদেশ ক্ষুদে এক ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামে। এলাকায় ক্রিকেট খেলার সময় রাগান্বিত হয়ে ব্যাটসম্যান স্ট্যাম্প ছুড়ে মারায় ফাইসাল হোসাইন নামে ১৪ বছর বয়সী এক ক্ষুদে ক্রিকেটারের তৎক্ষণাৎ মৃত্যু হয়েছে।

স্থানীয় পুলিশ সহকারী অফিসার জাহাঙ্গীর আলম এক বিবৃতিতে জানান, ‘ব্যাটসম্যান স্ট্যাম্পড অথবা বোল্ড আউট হয়েছিল। এরপর রাগের মাথায় স্ট্যাম্প বাতাসে ছুড়ে মারে। স্ট্যাম্প ফায়সালের মাথা ও ঘাড়ে জোরে আঘাত হানে। ফায়সাল স্ট্যাম্পের খুব কাছেই ফিল্ডিং করছিলেন। সে ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে। হাসপাতালে নেয়ার পর ডাক্তার ফয়সালকে মৃত ঘোষণা করেন।’

পুলিশ জানায়, ব্যাটসম্যানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তাকে অনিচ্ছাকৃত মৃত্যুর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।