বোলিংয়ের সময় কোনো সমস্যা হয়নি : মোস্তাফিজ


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে গত আগস্টে ইনজুরিতে পড়েন বাংলাদেশ দলের সেরা পেসার মোস্তাফিজুর রহমান। প্রায় পাঁচ মাস রিহ্যাবের পর নিউজিল্যান্ড সফরে মাঠে ফিরেছিলেন তিনি। তবে ছন্দ খুঁজে না পাওয়ায় পুরো সিরিজ খেলা হয়নি তার। প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে খেলছেন কাটার মাস্টার। আর প্রথমদিনে কোনো রকম সমস্যা ছাড়াই বোলিং করেছেন এ বাঁহাতি পেসার।
 
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের প্রথম ইনিংস মাত্র ১৪৪ রানে গুটিয়ে দিয়েছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বোলাররা। রুবেল হোসেন ৫টি উইকেট নিলেও দিনের শুরুটা করেছেন মোস্তাফিজই। ইনিংসের প্রথম বলেই ওপেনার ইরফান শুক্কুরকে আউট করেন তিনি।

দ্বিতীয় দিনের খেলা শেষে নিজের বোলিং নিয়ে মোস্তাফিজ বলেন, ‘বোলিংয়ের সময় কোন সমস্যা হয়নি। তবে কোমড়ে হালকা ব্যথা আছে। সেটি নিশ্চয়ই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।’

টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবে যোগ দেওয়ার ১৭ বছর পর ভারতের আতিথেয়তা পেয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এ টেস্ট খেলতে বর্তমানে ভারতে আছে বাংলাদেশ দল। তবে তাদের সঙ্গে যাননি ‘দেশসেরা’ পেসার মোস্তাফিজুর রহমান। কিছুদিন আগে ইনজুরি থেকে ফেরার আত্মবিশ্বাসের অভাবে ভোগার কারণেই দলের সঙ্গে যোগ দেননি এ পেসার। তবে নিজের হারানো আত্মবিশ্বাস ফেরাতে বিসিএলে খেলছেন তিনি।

‘বিসিএল আমি খেলতে চেয়েছিলাম নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য। দ্বিতীয় দিনে বোলিং করলাম। ভালো লেগেছে। সিলেটের উইকেটও পেসারদের জন্য বাড়তি সুবিধা দেয়। পরের দিন যতো দ্রুত সম্ভব প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বড় জয় নিশ্চিত করতে চাই।’

উল্লেখ্য, ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে প্রথম ইনিংসে ১৪৪ রানে অলআউট করার পর দ্বিতীয় ইনিংসেও চেপে ধরেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। ৭৪ রানে ইতোমধ্যেই তুলে নিয়েছে প্রথম সারির ৫ উইকেট। আর নিজেদের প্রথম ইনিংসে ৪০৩ রানের বড় সংগ্রহ করেছে দক্ষিণাঞ্চল।

আরটি/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।