টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


প্রকাশিত: ০৪:০৮ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

ভারতের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৯ ফেব্রুয়ারি। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে ভারত `এ` দলের বিপক্ষে আজ (রোববার) থেকে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আর এ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহীম। হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে দুই দিনের এ ম্যাচটি শুরু হয়েছে।

ঐতিহাসিক টেস্ট ম্যাচটি খেলার জন্য বৃহস্পতিবারই বিকাল সাড়ে ৫টায় হায়দরাবাদ পৌঁছে যায় মুশফিকুর রহীমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এরপর শুক্রবার ও শনিবার হায়দরাবাদে অনুশীলন করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এই ম্যাচের জন্য হায়দরাবাদে উড়িয়ে নেয়া হয়েছে পেসার আবু জায়েদ রাহীকে।

এদিকে প্রস্তুতি ম্যাচ হওয়ায় ১৬ জন খেলোয়াড়কে দলে রাখা হয়েছে। একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামার আগে তাই সবাই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে।

braverdrink

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল :
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, শুভাশীষ রায়, আবু জায়েদ রাহী।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।