এনামুল-তুষারের ব্যাটে ভালো অবস্থানে পূর্বাঞ্চল


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে দারুণ অবস্থানে রয়েছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। এনামুল হক বিজয়, তুষার ইমরান ও জিয়াউর রহমানের হাফসেঞ্চুরিতে প্রথম দিনে ৬ উইকেটে ৩৭৬ রান সংগ্রহ করেছে দলটি।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণাঞ্চল। তবে ব্যাট করতে নেমে শুরুতেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফজলে মাহমুদকে হারিয়ে চাপে পড়ে তারা। এরপর দ্বিতীয় উইকেটে এনামুল হক বিজয় ও শাহরিয়ার নাফীস ৬৬ রানের জুটি গড়ে দলের চাপ সামলে নেন।

দলীয় ৬৭ রানে নাফীসের বিদায়ের পর তৃতীয় উইকেটে তুষার ইমরানের সঙ্গে ১০৮ রানের জুটি গড়ে আউট হন বিজয়। এরপর তুষারের সঙ্গে ৩৮ ও মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে ৫২ রানের জুটি গড়েন মোহাম্মদ মিঠুন। যদিও সপ্তম উইকেটে জিয়াউর রহমান ও সোহাগ গাজীর অপরাজিত ৮৫ রানের জুটিতে বড় সংগ্রহের পথেই রয়েছে দলটি। ৬ উইকেটে ৩৭৬ রানে প্রথম দিন শেষ করেছে তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন বিজয়। ১১৬ বলে ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। ১২৩ বলে ৮টি চারের সাহায্যে ৬২ রান করেন তুষার ইমরান। ৭৪ বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৫ রানে অপরাজিত রয়েছেন জিয়াউর। তার সঙ্গী সোহাগ গাজী অপরাজিত আছেন ৪২ রানে। এছাড়া মিঠুন ৪৭, মোসাদ্দেক ৩৯ ও নাফীস ২৭ রান করেন।

পূর্বাঞ্চলের পক্ষে ৮৫ রানে ৩টি উইকেট পেয়েছেন ইবাদত হোসেন। এছাড়া সাকলাইন সজীব, শাহানুর রহমান ও তাসামুল হক ১টি করে উইকেট নেন।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।