প্রধানমন্ত্রী গুমের ইতিহাস তৈরি করেছেন : শাহ মোয়াজ্জেম


প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৯ মার্চ ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে গুমের ইতিহাস তৈরি করেছেন। যা এর আগে আমরা দেখিনি। এ গুমের জন্য প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার দেওয়া যায় বলে মন্তব্য করেছন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন বলেন, আমি প্রাক্তন আওয়ামী লীগার, আমি জানি কিভাবে আপনারা জনসভায় মানুষকে একত্রিত করেন। পুরনো বাসে পেট্রলবোমা কারা মারে তাও আমি জানি।

মন্ত্রিপরিষদের সমালোচনা করে বিএনপি এ নেতা আরও বলেন, কী এক ডিপার্টমেন্টের খবিশ মন্ত্রী আছেন, তিনি কথায় কথায় রাবিশ বলেন। সেই মুহিত সাহেবের কি হয়েছে জানি না। জমিদারের নাতি বলেন, সাড়ে চার হাজার কোটি টাকা কোনো টাকা না। মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, মানুষ মারা নাকি ভাল। রেলমন্ত্রী পায়ে ঠেকিয়ে গুলি করার পক্ষে বলেন। এ সব নামকাওয়াস্তে ভোটবিহীন মন্ত্রীদের কথার কোনো ঠিক নেই।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি ক্ষমতায় না থাকলে একটি রাষ্ট্রের ট্রানজিট, গ্যাস, তালপট্টিসহ কোনো কার্যসিদ্ধি হবে না। বেগম জিয়ার সঙ্গে সেই দেশের কোনো আপস চলবে না, তাই আপনি প্রধানমন্ত্রী।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সমন্বয়ক রুহুল আমিন গাজী, মহিলা দলের সভানেত্রী নূরী আরা সাফা, ভাইস চেয়ারম্যান রওশন আরা ফরিদ প্রমুখ।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।