পেলের চোখে রোনালদোর চেয়ে নেইমারই সেরা


প্রকাশিত: ১১:৩১ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

চারটি ব্যালন ডি’অর উঠেছে তার হাতে। ২০১৬ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার হয়েছেন। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, উয়েফা চ্যাম্পিয়নশিপ, ক্লাব বিশ্বকাপ। ২০১৬ সালটা শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনালদোর বলা হলেও যেন কম বলা হবে; কিন্তু তাকেই কি না স্বীকৃতি দিতে নারাজ ব্রাজিলিয়ান গ্রেট পেলে। তিনি বরং রোনালদোর চেয়ে এগিয়ে রাখলেন স্বদেশি, বার্সেলোনার সুপারস্টার নেইমারকেই।

নেইমারের চেয়ে কোন অংশে কম রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো? উত্তরটা নিজেই দিয়েছেন পেলে। তিনি বললেন, ‘টেকনিক্যালি রোনালদোর চেয়ে ভালোর দিকেই রয়েছেন নেইমার।’

তবে রোনালদোর চেয়ে নেইমার একটি দিকে পিছিয়ে রয়েছেন। সেটা স্বীকার করলেন পেলে নিজেও। ব্রাজিলিয়ান পত্রিকা ইউওএল এস্পোর্তেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একটাই সমস্যা নেইমারের। সেটা হলো হেড। যখনই গোল করার জন্য মাথা দিয়ে হেড করার প্রয়োজন হয়, তখন নেইমার রোনালদোর চেয়ে অপারগ। আপনি কখনোই হেড করে নেইমারকে গোল করতে দেখবেন না। এছাড়া আর কোনো অংশেই রোনালদোর চেয়ে পিছিয়ে নেই নেইমার। বরং, টেকনিক্যালি আরো ভালোর দিকে রয়েছে।’

ব্রাজিলের হয়ে ১৯৫৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭৭ গোল করা পেলে একই সঙ্গে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের নতুন কোচ তিতের উচ্চসিত প্রশংসা করেছেন। তিতে যেভাবে দলকে পরিচালনা করছেন সেটা পেলেকে বেশ মুগ্ধ করেছে। তিনি বিশ্বাস করেন, ব্রাজিল এখন একটি ইউনিট এবং একটি দল হিসেবে খেলছে। ব্যাক্তিগত স্কিলের চেয়ে টিম গেম অনেক বেশি প্রয়োজন। পেলের আশা, তিতেই পারবেন ২০১৪ বিশ্বকাপের বিপর্যয় কাটিয়ে ব্রাজিলেক সামনে এগিয়ে নেয়া।

পেলে বলেন, ‘একটা বিষয় আমাকে খুব স্বস্তি দিয়েছে, তিতের অ্যাপ্রোচ। তার এই মানসিকতা আমার খুব ভালো লাগে। ব্রাজিলে সব সময়ই ভালো ফুটবলার থাকে। সেই লিওনিডাসের সময় থেকে ব্রাজিলে সব সময়ই গ্রেট ফুটবলারের আগমণ ঘটেছে; কিন্তু আমাদের আসল সমস্যা কী ছিল? আমাদের একটি দল ছিল না। আমি তার (তিতের) কথা-বার্তা পছন্দ করি। সে যে স্টাইলে খেলাচ্ছে দলকে, আমি মনে করি সে সঠিক পথেই আছে।’

পেলের কাছ থেকে প্রশংসা পাওয়া ব্রাজিলিয়ান কোচদের জন্য বলতে দুষ্প্রাপ্য। পেলে কখনও কোনো কোচের প্রশংসা করেছেন এমনটা খুব কমই শোনা যায়। সে জায়গায় তিতে পেলের প্রশংসা পেলেন। সুতরাং, তিতে কী পারবেন সেই প্রশংসার আলোকে ব্রাজিলের সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে!

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।