শেষ মুহূর্তে বাংলাদেশ দলে রাহী


প্রকাশিত: ০৮:৫০ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

টেস্ট ক্রিকেটে অভিষেকের ১৭ বছর পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফরে গেছে বাংলাদেশ দল। সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৯ ফেব্রুয়ারি। তবে এর আগে ভারত `এ` দলের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আর এ ম্যাচের জন্য শেষ মুহূর্তে দলে নেওয়া হয়েছে ২৩ বছর বয়সী পেসার আবু জায়েদ রাহীকে।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অতি পরিচিত একটি মুখ আবু জায়েদ রাহী। সাম্প্রতিক সময়ে ভালো বোলিং করেছেন এই পেসার। সিলেট বিভাগ আর ইসলামী ব্যাংক ইস্ট জোনের এই ক্রিকেটার প্রথম শ্রেণির শেষ চার ম্যাচে তুলে নিয়েছেন ৩১ উইকেট। ৫০টি প্রথমশ্রেণির ম্যাচ খেলে তার দখলে রয়েছে ১৫৬ উইকেট। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে খেলেছেন ২৬ ম্যাচ, যেখানে তার রয়েছে ২৭ উইকেট।

উল্লেখ্য, চলতি মাসের ৫ ও ৬ ফেব্রুয়ারি হায়দ্রাবাদে ভারত ‘এ’ দলের দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেই দেশে ফিরে আসার কথা রয়েছে রাহীর।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।