সিলেটে সিটি মাকের্টে আগুন, আহত ১


প্রকাশিত: ১১:৪০ এএম, ২৯ মার্চ ২০১৫

সিলেট নগরীর লালদিঘীরপাড়স্থ সিটি করপোরেশনের নতুন সিটি মার্কেটে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার দুপুর সোয়া ১২টায় মার্কেটের ওই মার্কেটের লাইট গ্যাস স্টোর (এলপি গ্যাস বিক্রির) দোকানে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মার্কেটের ব্যবসায়ী পারভেজ আহমদ (২৮) আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণ ঘটার সাথে সাথে দোকানে আগুন লেগে যায়। ওই দোকানে ১০টি গ্যাস সিলিন্ডার ছিল। আগুনে ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সিলেট ফায়ার সার্ভিসের ইনচার্জ তারেক মো. জাবেদ জানান, সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।