‘বিশ্বকাপে খেলার এটাই সেরা সুযোগ’
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওঠার আগে বাছাই পর্বের বাধা পেরুতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। সে লক্ষ্যে শুক্রবার দুপুর আড়াইটায় শ্রীলংকার উদ্দেশ্যে রওয়ানা হবে রুমানা আহমেদরা। ৮ ফেব্রুয়ারি মাঠে নামার আগে নিজেদের ভালোভাবেই প্রস্তুত করে নিয়েছে নারী ক্রিকেটাররা। শ্রীলংকা যাওয়ার প্রাক্কালে আজ (বৃহস্পতিবার) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের অধিনায়ক রুমানা আহমেদ প্রত্যাশা ব্যক্ত করেন, ‘বিশ্বকাপের মূল পর্বে খেলার এটাই আমাদের সেরা সুযোগ।’
বিশ্বকাপ বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ১০টি দেশ নিয়ে। ৫টি করে দল নিয়ে গঠন করা হয়েছে ২টি গ্রুপ। প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এর মধ্যে প্রতি গ্রুপের সেরা তিনটি করে দল খেলবে সুপার সিক্স। যারা আবার সরাসরি ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৭ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হবে। গ্রুপের বাকি তিন দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনি। ৮ তারিখ মাঠে নামার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে রুমানা আহমেদদের।
শ্রীলংকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রস্তুতির নানা বিষয় তুলে ধরেন রুমানা আহমেদ। বিশ্বকাপ বাছাই পর্বে প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। নতুন টুর্নামেন্ট হলেও আমাদের লক্ষ্যটা কিন্তু পুরনো। আগ থেকেই চেষ্টা করছি শেষ ছয়ে খেলার। কারণ, এবার এটাই আমাদের সেরা সুযোগ।’
কিন্তু ব্যাটিংয়ে তো এখনও বাংলাদেশ অনেক দুর্বল। বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাটিং দেখলে মনে হয় যেন তারা এখনও শিখছে। রুমানা এ কথার সঙ্গে একমত হতে পারলেন না। তিনি বলেন, ‘আপনি যেটা বললেন, তার সঙ্গে একমত নই। শেখার কোনো শেষ নেই। শচীন টেন্ডুলকার তার কোচের কাছ থেকে এখনো শেখেন। উন্নতির চেষ্টা করছি। আগের তুলনায় অনেক উন্নতিও করেছি। এখন শুধু নিজেদের প্রমাণ করতে হবে। ব্যাটিং দিকটা আরও কাজ করতে চাচ্ছি আমরা।’
গ্রুপের প্রতিপক্ষ নিয়ে কী হোমওয়ার্ক করছেন? জবাবে রুমানা বলেন, ‘প্রতিটি ম্যাচের জন্য আলাদা আলাদা পরিকল্পনা করেছি। প্রতিটি দলকে আমরা চিনি। আগে তাদের সঙ্গে খেলেছি। আশা করি পরিকল্পনা অনুযায়ী এগোতে পারব।’
বিশ্বকাপ বাছাইয়ে কী স্বপ্ন দেখছেন? ‘অবশ্যই স্বপ্ন দেখতে পারে বাংলাদেশ। যাদের সঙ্গে খেলা আছে সবার সঙ্গে আগে আমরা জয় পাইনি তা নয়। কিছু ঘাটতি থাকলেও ওদের সঙ্গে কিন্তু আমরা জিতেছি। এবারও আশাবাদী সেখানে ভালো কিছু করব। অতীতের তুলনায় ভবিষ্যৎটা ভালো হবে।’
সুপার সিক্সে বাংলাদেশের মূল প্রতিপক্ষ হবে কারা? ‘সুপার সিক্সে যেতে হলে চারটা দলই শক্তিশালী। তাদের সবাইকে হারিয়ে আমরা সুপার সিক্সে যেতে চাই।’
আগে ব্যাটিং করলে কত রান নিরাপদ? ‘কঠিন প্রশ্ন। পরিস্থিতি ও উইকেটের ওপর নির্ভর করে। আগ থেকে বলা কঠিন। তবে আমরা ২০০ প্লাস রান করতে পারলে প্রতিপক্ষ ধরতে পারবে না।’
আইএইচএস/বিএ