আইপিএলের নিলামে আকাশছোঁয়া দাম উঠবে বেন স্টোকসের!
টি-টোয়েন্টি তো অলরাউন্ডারদেরই খেলা! ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অবদান রাখতে পারলে সোনায় সোহাগা, যা গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য। সে রকমই একজন অলরাউন্ডার বেন স্টোকস।
ইংলিশ এই তারকা ক্রিকেটার যেমন ভালো মানের একজন ব্যাটসম্যান ও বোলার, তেমনি দুর্দান্ত ফিল্ডারও। আসন্ন আইপিএলের নিলামে আকাশছোঁয়া দাম উঠবে বেন স্টোকসের- এমনটাই মনে করেন ভারতের তারকা অলরাউন্ডার যুবরাজ সিং।
ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ; যিনি এখন পর্যন্ত আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। ২০১৫ সালে দিল্লি ডেয়ারডেভিলস তাকে দলে ভিড়িয়েছিল ১৬ কোটি রুপিতে। সেই যুবরাজের বিশ্বাস, আইপিএলের নিলামে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে বড় অঙ্কের অর্থের বিনিময়ে দলে টানবে।
বিবিসি স্পোর্টসকে যুবরাজ বলেন, ‘বেন স্টোকসের দাম হবে কয়েক মিলিয়ন। সে একজন ভালো মানের হিটার, ফাস্ট বোলার ও ফিল্ডারও। নিশ্চয়ই সে বড় অঙ্কই পাবে। নিজেকে সেই পর্যায়ে নিয়ে গেছে সে।’
এদিকে আইপিএল নিয়ে সোচ্ছার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ভারতের এই টুর্নান্টে খেললেই বড় অঙ্কের জরিমানা গুনতে হবে স্টোকস-মঈনদের। ইসিবির সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে থাকা কোনো ক্রিকেটার আইপিএলে অংশ নিলে প্রতিদিন তাকে গুনতে হবে সাড়ে তিন হাজার পাউন্ড জরিমানা।
প্রতিদিন এই হারে জরিমানা গুনলে ইংল্যান্ডের খেলোয়াড়দের জরিমানার পরিমাণ দাঁড়াবে প্রায় এক লাখ পাউন্ড। জরিমানা থেকে আদায়কৃত অর্থ ইসিবি খরচ করবে তাদের ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে।
এনইউ/পিআর