জিয়াকেও বঙ্গবন্ধু হত্যা মামলায় আসামী করা হতো


প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৮ আগস্ট ২০১৪

জিয়াউর রহমান বেঁচে থাকলে তার বিরুদ্ধেও বঙ্গবন্ধু হত্যা মামলায় চার্জ গঠন করা হতো বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বঙ্গবন্ধু প্রজন্ম লীগ’ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রকৃত অর্থে জিয়াউর রহমান কোনো মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন খন্দকার মোশতাকের মতো খুনি। জিয়াউর রহমানের মতো কেউ বিনা বিচারে এতো মানুষ হত্যা করেনি।

কামরুল বলেন, বঙ্গবন্ধু হত্যার সামনে ছিলেন কর্নেল ফারুক-রশিদরা আর নেপথ্যে ছিলেন জিয়াউর রহমান। তিনি বেঁচে থাকলে তার বিরুদ্ধেও বঙ্গবন্ধু হত্যা মামলায় চার্জ গঠন করা হতো।

সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোজাম্মেল হোসেন জেকু চাচা, আওয়ামী লীগ নেতা এম এ করিম ও ফয়জুদ্দিন মিয়া প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।