অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের পরিসংখ্যান


প্রকাশিত: ০৬:১৫ পিএম, ২৮ মার্চ ২০১৫

আজ রোববার ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে এবারের আসরের দুই যৌথ আয়োজক অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। এর আগেও বহুবার একে অপরের মুখোমুখি হয়েছে এই দুই দল। চলুন দেখে নেয়া যাক অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের খেলার সার্বিক পরিসংখ্যান:

সর্বমোট ম্যাচ : ১২৬টি
অস্ট্রেলিয়া জয়ী : ৮৫টিতে
নিউ জিল্যান্ড জয়ী : ৩৫টিতে
ফলাফল হয়নি : ৬টিতে
প্রথম ম্যাচ : ৩০ মার্চ, ১৯৭৪, ডানেডিন
ফলাফল : অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী

বিশ্বকাপ :

ম্যাচ : ৯
অস্ট্রেলিয়া জয়ী : ৬
নিউ জিল্যান্ড জয়ী : ৩
১৮ অক্টোবর, ১৯৮৭ : ইন্দোর, অস্ট্রেলিয়া ৩ রানে জয়ী
২৭ অক্টোবর, ১৯৮৭ : চন্ডিগড়, অস্ট্রেলিয়া ১৭ রানে জয়ী
২২ ফেব্রম্নয়ারি, ১৯৯২ : অকল্যান্ড, নিউজিল্যান্ড ৩৭ রানে জয়ী
১১ মার্চ, ১৯৯৬ : চেন্নাই, অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
২০ মার্চ, ১৯৯৯ : কার্ডিফ, নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী
১১ মার্চ, ২০০৩ : পোর্ট এলিজাবেথ, অস্ট্রেলিয়া ৯৬ রানে জয়ী
২০ এপ্রিল, ২০০৭ : গ্রেনাডা, অস্ট্রেলিয়া ২১৫ রানে জয়ী
২৫ ফেব্রুয়ারি, ২০১১ : নাগপুর, অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
২৮ ফেব্রুয়ারি, ২০১৫ : অকল্যান্ড, নিউজিল্যান্ড ১ উইকেটে জয়ী

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পরিসংখ্যান :

ম্যাচ : ১৯
অস্ট্রেলিয়া জয়ী : ১৪
নিউ জিল্যান্ড জয়ী : ৪
ফলাফল হয়নি : ১

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার সার্বিক রেকর্ড :
ম্যাচ : ১১৮
জয়ী : ৭১
পরাজিত : ৪৩
ফলাফল হয়নি/পরিত্যক্ত : ৪

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিউ জিল্যান্ডের সার্বিক রেকর্ড :
ম্যাচ : ২৪
জয়ী : ৮
পরাজিত : ১৫
ফলাফল হয়নি/পরিত্যক্ত : ১

সর্বশেষ ১০টি ম্যাচের ফলাফল :

১৩ ফেব্রুয়ারি, ২০০৯ : ব্রিসবেন, কোন ফলাফল হয়নি
৫ অক্টোরব, ২০০৯ : সেঞ্চুরিয়ান, অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
৩ মার্চ, ২০১০, নেপিয়ার : নিউ জিল্যান্ড ২ উইকেটে জয়ী
৬ মার্চ, ২০১০ : অকল্যান্ড, অস্ট্রেলিয়া ১২ রানে জয়ী (ডি/এল)
৯ মার্চ, ২০১০ : হ্যামল্টিন, অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
১১ মার্চ, ২০১০ : অকল্যান্ড, অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী (ডি/এল)
১৩ মার্চ, ২০১০ : ওয়েলিংটন, নিউ জিল্যান্ড ৫১ রানে জয়ী
২৫ ফেব্রুয়ারি, ২০১১ : নাগপুর, অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
১২ জুন, ২০১৩ : বার্মিংহাম, কোন ফলাফল হয়নি
২৮ ফেব্রুয়ারি, ২০১৫ : অকল্যান্ড, নিউ জিল্যান্ড ১ উইকেটে জয়ী

আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।