মোস্তাফিজকে সব সময়ই আমার দলে চাই : মুশফিক


প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকের পর থেকেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত নাম- মোস্তাফিজুর রহমান। শুধু বাংলাদেশ নয়, গোটা ক্রিকেট দুনিয়ায়। কাটার-স্লোয়ার-ইয়র্কারের সংমিশ্রণে দুর্দান্ত বোলিং করে থাকেন ২১ বছর বয়সী এই পেসার। প্রতিপক্ষ শিবির তাকে নিয়ে বেশ আতঙ্কে থাকে, এটা বলার অপেক্ষা রাখে না।

যে কোনো অধিনায়কই সেই মোস্তাফিজকে তার দলে চাইবেন। হ্যাঁ, বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীমও ভারত সফরে যাওয়ার আগে জানালেন, কাটার মাস্টার মোস্তাফিজকে সব সময়ই তার দলে চান। তবে ফিট মোস্তাফিজকে নিয়মিত পাওয়া খুব প্রয়োজন বলে মনে করেন মুশফিক।

বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের ভাষায়, ‘মোস্তাফিজকে সব সময়ই আমার দলে চাই। সে যাতে তিন ধরনের ক্রিকেটেই খেলতে পারে, সেটাই আমরা চাই। কিন্তু সে ইনজুরি থেকে ফিরেছে। তার যে সমস্যা, এটা ব্যক্তিগত। আমি টেস্ট অধিনায়ক হিসেবে আমার দলে তাকে চাই।’

গত বছর কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ইনজুরির কবলে পড়েন মোস্তাফিজ। এমনকি তার কাঁধে অস্ত্রোপচার করাতে হয়েছিল। নিউজিল্যান্ড সিরিজে অবশ্য দলে ফিরেছিলেন। প্রথম টেস্টের স্কোয়াডেও রাখা হয়েছিল তাকে। কিন্তু পূর্ণ ফিট না হওয়ায় একাদশে রাখা হয়নি ‘দ্য ফিজ’কে।

পুরোপুরি ফিট হয়েই আবারও জাতীয় দলের প্রতিনিধিত্ব করবেন মোস্তাফিজ। ভারতের বিপক্ষে স্কোয়াডে না থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে মোস্তাফিজকে পাওয়া যাবে বলে আশাবাদী মুশফিক, ‘ফিট মোস্তাফিজকে নিয়মিত পাওয়াটা বেশি দরকার। সামনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ আছে। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, সেখানে তাকে আমাদের দরকার। এ ছাড়া ইনজুরি থেকে ফিরেই একজন বোলার সরাসরি টানা পাঁচদিন খেলতে পারে না। এটা কঠিন। আল্লাহ না করুক, টেস্ট খেলতে গিয়ে সে যদি দীর্ঘ মেয়াদি ইনজুরিতে পড়ে, সেটা খারাপ হবে।’

মোস্তাফিজ যখন নিজেকে পূর্ণ ফিট মনে করবেন, ঠিক তখনই তাকে খেলানো উচিত বলে মনে করেন মুশফিক। পাশাপাশি আপাতত তাকে বিশ্রামেই রাখা শ্রেয়। মুশির ভাষ্য, ‘সে কবে টানা অনেকগুলো ওভার করেছে, আমার মনে হয় না সে অনুশীলনেও একসঙ্গে ১৫ ওভার করেছে। একটা বোলার যতোই ভালো হোক, সে যদি পুরোপুরি শক্তি দিয়ে বিশ্বের সেরা দলের সঙ্গে বোলিং না করতে পারে, সেটা কঠিন ব্যাপার। আমার মনে হয়, তাকে বিশ্রামে রেখে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, এটাই ঠিক সিদ্ধান্ত।’

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।