ভারতে দলগত পারফরম্যান্সের খোঁজে মুশফিক


প্রকাশিত: ০৩:০০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করেছিল বাংলাদেশ। সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি ও অধিনায়ক মুশফিকুর রহীমের দেড়শ’ রানে ভর করে প্রায় ছয়শ’ রান স্কোরবোর্ডে। কিন্তু তারপরও ম্যাচটি হারতে হয়েছিল বাংলাদেশকে। সে অভিজ্ঞতা থেকেই এবার ভারতে ব্যক্তিগত পারফরম্যান্স নয়, দলগত পারফরম্যান্স চান অধিনায়ক মুশফিক।

আগামীকাল বৃহস্পতিবার ভারতের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। এর আগে বুধবার সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানান মুশফিক, ‘নিউজিল্যান্ডে কিছু ব্যক্তিগত ভালো পারফরম্যান্স ছিল। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে নয়, দরকার হলো দলগত পারফরম্যান্স। যারা এতোদিন ভালো খেলেছে, আশা করি তারা সেটা ধরে রাখবে। আর যারা ভালো খেলতে পারেনি, তারা এখন নিজেদের মেলে ধরবে। দলীয় প্রচেষ্টাটা দরকার। তাহলে ভালো ফলাফল হবে।’

ভারতের মাটিতে ভারত বরাবরই শক্তিশালী দল। কদিন আগেই ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে তারা। তাদের বিপক্ষে পুরো পাঁচদিন লড়াই করার ইচ্ছা মুশফিকের, ‘ভারতের মাটিতে ভারত খুব ভালো শক্তিশালী দল। আমরা তাদের স্কোয়াড দেখেছি। শক্তিশালী স্কোয়াড। তাদের বিপক্ষে আমরা দুই তিন দিন নয়, বরং পুরো পাঁচ দিন ভালো খেলতে চাই -ইনশাল্লাহ।’

বরাবরই নিজেদের মাটির পূর্ণ সুবিধা নিয়ে থাকে ভারত। এবারও হয়তো এর ব্যতিক্রম হবে না। তবে বাংলাদেশ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানান মুশফিক, ‘যেমনই কন্ডিশন হোক না কেন, আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আমাদের দলের খেলোয়াড়দের মধ্যে বৈচিত্র্য আছে। পেস বোলিং অলরাউন্ডার আছে, স্পিনিং অলরাউন্ডার আছে, ব্যাটিং গভীরতাও অনেক। সুতরাং যে কন্ডিশনই হোক, আমরা সেভাবেই খেলবো।’

কদিন আগেই নিউজিল্যান্ড থেকে ফিরেছে বাংলাদেশ। টানা প্রায় দেড় মাস ভিন্ন পরিবেশে থাকার পর এবার লক্ষ্য ভারত। যেখানে প্রায় বাংলাদেশের মতোই কন্ডিশন। ব্যাটিং উইকেটই হবে বলে মনে করেন মুশফিক, ‘আমরা দু’দিন ধরে ওই কন্ডিশনের মতো অনুশীলন করেছি। আমরা সাবকন্টিনেন্টের। তারপরও আমাদের তুলনায় ওদের উইকেট ব্যাটিং সহায়ক হবে। তবে আমাদের ব্যাটসম্যানের কাজ কঠিন হবে। ভারতের বোলিং এখন অনেক ভালো। আর আমাদের বোলিংও ভালো। আমরা যদি ক্যাচগুলো ঠিকঠাক নিতে পারি। তবে আমাদের বোলিং যে কোনো টেস্ট দলের বিপক্ষেই আমরা ভালো করবো।’

আরটি/এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।