দুইবার স্বাধীনতার ঘোষণা দেন জিয়া : সৈয়দ ইব্রাহিম


প্রকাশিত: ১০:১৫ এএম, ২৮ মার্চ ২০১৫

স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দুইবার দিয়েছিলেন। একবার চট্টগ্রামের কালুরঘাটে আরেকবার আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি এ ঘোষণা দেন। এমনটিই দাবি করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়াম ভবনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ইব্রাহিম বলেন, মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়নের দায়ভার আওয়ামী লীগের। এর দায়ভার আওয়ামী লীগকেই নিতে হবে। কেননা  ১৯৭২ সালের পর মুক্তিযোদ্ধাদের প্রথম অবমূল্যায়ন শুরু করেছিল আওয়ামী লীগ।

আলোচনা সভায় পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজী বলেন, অতীতে মামলা-হামলা দিয়ে কেউ ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি। শেখ হাসিনাও ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।

সংগঠনের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদ, জাসাস সাধারণ সম্পাদক শিল্পী মনির খান, পেশাজীবী পরিষদের নেতা ডা. সিরাজউদ্দিন আহমেদ প্রমুখ।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।