অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক ফিঞ্চ


প্রকাশিত: ০৭:০৮ এএম, ৩১ জানুয়ারি ২০১৭

ভারত সফরকে সামনে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আর তাই টি-টোয়েন্টি সিরিজে অসিদের নেতৃত্ব দেবেন অ্যারন ফিঞ্চ।

এর আগে গত বছর ফিঞ্চের কাছ থেকেই টি-টোয়েন্টি অধিনায়কত্বের দায়িত্ব ‍বুঝে পান স্মিথ। তাই পুনরায় দায়িত্ব পেয়ে ফিঞ্চ বলেন, ‘ স্মিথের অনুপস্থিতিতে পুনরায় দলের দায়িত্ব পাওয়ায় সত্যি রোমাঞ্চিত।’

লংকানদের বিপক্ষে সিরিজ উপলক্ষে এখনও দল ঘোষণা করা হয়নি। তবে ভারতের টেস্টকে সামনে রেখে এই সিরিজে থাকবেন না স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, জশ হ্যাজলউড, উসমান খাজা ও মিচেল মার্শ। তাই এ সিরিজে দলে আসতে পারে একাধিক নতুন মুখ।

এদিকে লঙ্কানদের বিপক্ষে থাকছে না অসিদের নিয়মিত কোচ ড্যারেন লেহমানও। এই সিরিজে জাস্টিন ল্যাঙ্গার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। আর তার সহকারী হিসেবে থাকবেন রিকি পন্টিং ও জেসন গিলেস্পি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।