আশরাফুল-সাকিবের পর রেস্টুরেন্ট ব্যবসায় তাসকিন


প্রকাশিত: ০৬:২৯ এএম, ৩১ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আগে থেকেই রেস্টুরেন্ট ব্যবসা খুলেছেন। এবার দেখানো পথে হাঁটলেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সফল পেস তারকা তাসকিন আহমেদ। ঢাকার মোহাম্মদপুরের রিং রোড এলাকায় খোলা রেস্টুরেস্টটির নাম দিয়েছেন-‘তাসকিন’স টেরিটরি’।

সোমবার বেশ জমকালোভাবে রাজধানীর মোহাম্মদপুরে উদ্বোধন হলো তাসকিন`স টেরিটোরি নামে রেস্টুরেন্ট। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, সাব্বির রহমান, কামরুল ইসলাম রাব্বি, জাতীয় দলে বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। এছাড়াও বিনোদন জগতের তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী তাহসান।

Taskins  

এদিকে অন্য যে কোনো রেস্টুরেন্টের তুলনায় কিছুটা ব্যতিক্রম থাকছে তাসকিনের রেস্টুরেন্ট। সেখানে বিনোদনের জন্য থাকছে বিলিয়ার্ড খেলার ব্যবস্থাও।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।