জাপানে আরো দুটি জয় কৃষ্ণাদের


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭

প্রীতি ম্যাচ জিতে জাপান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। শেষটাও হয়েছে জয় দিয়ে। ফেস্টিভাল পর্বের শেষ দিনে আরো দুটি জয় পেয়েছে লাল সবুজ জার্সিধারীরা। একটি হেরেছে টাইব্রেকারে।

ওসাকায় রোববার বাংলাদেশ প্রথম ম্যাচে জাপানের দল আমাগাসাকিকে ৪-০ গোলে হারিয়েছে। সিরাত জাহান স্বপ্না দুটি, কৃষ্ণা রানী সরকার ও মার্জিয়া একটি করে গোল করেন।

দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে মেয়েরা। ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়। বাংলাদেশের গোলটি করেন সিরাত জাহান স্বপ্না। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে যায় কৃষ্ণারা।

তৃতীয় ম্যাচে টোকিও ইউনিভার্সিটি একাডেমিকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় বাংলাদেশ। স্বপ্না দুটি, শিউলি আজিম ও আখি একটি করে গোল করেন।

আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বের প্রস্তুতি হিসেবে জাপানের এই প্রতিযোগিতায় খেলছে বাংলাদেশের মেয়েরা।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।