বিসিএলে লিটন দাসের ডাবল সেঞ্চুরি


প্রকাশিত: ১০:১২ এএম, ২৯ জানুয়ারি ২০১৭

দেড় বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন লিটন দাস। তবে সেই দলে ফেরার লড়াইটা অব্যাহত রেখেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) রোববার তার-ই প্রমাণ রাখলেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরিটা আদায় করে নিলেন ২২ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলের হয়ে অসাধারণ এই কীর্তি গড়েন লিটন। খেলেছেন ২১৯ রানের অনবদ্য এক ইনিংস।

তার ২৪১ বলের দুর্দান্ত এই ইনিংসটি সমৃদ্ধ ২৬টি চার ও চারটি ছক্কায়। তাইবুর রহমানের বলে আব্দুল মজিদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন লিটন।

ডাবল সেঞ্চুরির ইনিংসটিতে লিটনের স্ট্রাইক রেটও ঈর্ষণীয়; ৯০.৮৭! লঙ্গার ভার্সনে যা সত্যিই দারুণ। ক্রিজে ছিলেন ৩৫০ মিনিট।

লিটনের দ্বিশতকের ইনিংসে ভর করে পূর্বাঞ্চল তাদের প্রথম ইনিংসে ৩৬৭ রান তুলেছে। আর তাতে নিজেদের প্রথম ইনিংসে ২২৪ রান করা মধ্যাঞ্চলের চেয়ে ১৪৩ রানে এগিয়ে আছে অলক কাপালির পূর্বাঞ্চল।

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।