নাইজেরিয়ায় আলজাজিরার দুই সাংবাদিক আটক


প্রকাশিত: ১১:২৫ এএম, ২৬ মার্চ ২০১৫

নাইজেরিয়ার সেনাবাহিনী আল জাজিরার দুই সাংবাদিককে আটক করেছে। মঙ্গলবার দেশটির রাজধানী মাইদুগুরি থেকে তাদের আটক করা হলেও বৃহস্পতিবার তা গণমাধ্যমে প্রকাশ করে সেনাবাহিনী। খবর এনডিটিভি।

আল জাজিরা জানিয়েছে, আটককৃত সাংবাদিকদের নাম আহমেদ ইদ্রিস ও মোস্তফা। তারা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের খবর সংগ্রহের জন্য সেখানে কাজ করছিলেন। নির্ধারিত হোটেলে অবস্থানের সময় তাদের আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ক্যামেরা বাজেয়াপ্ত করা হয়।

নাইজেরিয়ার সেনা সদর থেকে জানানো হয়, দেশটির জঙ্গি সংগঠন বোকো হারামের বিরুদ্ধে চলা অভিযানের সময় তারা হোটেলের বাইরে সন্দেহজনক চলাফেরা করছিল। পরে বিষয়টি তদন্তে ধরা পড়লে তাদের আটক করা হয়।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।