‘ইংল্যান্ডের চেয়ে কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ’


প্রকাশিত: ০৪:৩৫ এএম, ২৯ জানুয়ারি ২০১৭

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেক প্রায় ১৭ বছর। অথচ এতো বছরে ভারতের মাঠে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ হয়নি টাইগারদের। প্রথমবারের মতো ভারতের মাঠে আগামী ৯ জানুয়ারি একটি টেস্ট খেলবে মুশফিক বাহিনী।

আসন্ন বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টকে ঘিরে ভারতীয় এক গণমাধ্যমকে নিজের ভাবনার কথা জানিয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। আর বাংলাদেশের গত কয়েক বছরের পারফরমেন্স বিবেচনায় ইংল্যান্ডের থেকে ভারতীয় কন্ডিশনে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন এই তারকা।

ঋদ্ধিমান সাহা বলেন, ` গত কয়েক বছরে বাংলাদেশ দল বেশ উন্নতি করেছে। বেশ ক’জন ভালো ব্যাটসম্যান আছেন, যারা স্পিনের বিপক্ষে ভালো খেলেন। ওদের দলের দারুণ কিছু ভাল স্পিনার আছে। এর চেয়েও বড় ব্যাপার হল ভারত আর বাংলাদেশের কন্ডিশনের মধ্যে খুব একটা পার্থক্য নেই বললেই চলে। তাই বাংলাদেশ অন্তত ইংল্যান্ডের চেয়ে শক্ত প্রতিপক্ষ হবে।`

তবে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মানলেও নিজেদের সেরাটা দেবার কথা জানিয়ে ঋদ্ধিমান বলেন, ` ম্যাচে একটা কি দুটো ভালো পারফরম্যান্সই অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে। দেশের মাটিতে খেলা বলে নিঃসন্দেহে আমরা এগিয়ে থাকবো। তবে আমাদেরকে নিজেদের সেরাটা খেলার কোনো বিকল্প নেই।`

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।