ভারতে গেলেন হাজী সেলিম


প্রকাশিত: ০৯:২৬ এএম, ২৬ মার্চ ২০১৫

চিকিৎসার জন্য ভারতে গেলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম। বৃহস্পতিবার দুপুর ১টায় হাজী সেলিমের ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে দেওয়া একটি স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে।

স্ট্যাটাসে বলা হয়, আমি চিকিৎসার জন্য মাদ্রাজের উদ্দেশে ঢাকা ত্যাগ করলাম। আমি মাদ্রাজ এ চিকিৎসা শেষ করে আযমীর শরীফে মাজার জিয়ারতে যাব। মেয়র নির্বাচনের জন্য গত কয়েক দিন শরীরের উপর অনেক নির্যাতন করেছি, ফলে অসুস্থ হয়ে পড়েছি, আমার সঙ্গে লক্ষ লক্ষ কর্মী সমর্থক ভক্ত এবং পাড়া মহল্লার মা ও বোনরা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি তাদের কাছে ঋণী এবং কৃতজ্ঞ। আমি যাতে চিকিৎসা এবং আযমীর শরীফে মাজার যিজারত শেষ করে আবার আপনাদের মাঝে ফিরে এসে আপনাদের সেবা করতে পারি এর জন্য দোয়া করবেন।

পরে হাজী সেলিমের ব্যক্তিগত সহকারী সোহলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্যার গত রাতে মাজার জিয়ারত করতে আজমীর শরীফ গেছেন। তবে তিনি কবে ফিরবেন এ বিষয়ে সোহেল কিছু জানাতে পারেন নি।

এর আগে বুধবার রাতে গণভবনে  ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক সৌজন্যআওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আনিসুল হক এবং দক্ষিণ সিটি করপোরেশনে সাঈদ খোকনের পক্ষে কাজ করার নির্দেশ দেন। ওই সাক্ষাতে হাজী সেলিমের কথা উঠলে প্রধানমন্ত্রী বলেন, আমি তাকে (সেলিম) বলেছি, তুমি সংসদ সদস্য থাকো। পদত্যাগ করার দরকার নেই।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।