হীরা মনি ও বন্যা ফাইনালে


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২৮ জানুয়ারি ২০১৭

ইসলামি সলিডারিটি স্পোর্টস ফেডারেশন আয়োজিত প্রথম আন্তর্জাতিক আরচারি টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন বাংলাদেশের দুই নারী আর্চার হীরা মনি ও বন্যা।

রিকার্ভ ইভেন্টের সেমিফাইনালে হীরা মনি পরাস্ত করেছেন বাংলাদেশের আরেক আর্চার রাবিয়া আক্তার শাপলাকে, ৬-২ সেটে। আর কম্পাউন্ড ইভেন্টের শেষ চারের লড়াইয়ে বাংলাদেশি আর্চার সুস্মিতাকে ১৩০-১২৯ পয়েন্টে হারিয়ে ফাইনালের খেলা নিশ্চিত করেছেন বন্যা।

এদিকে দেশসেরা নারী আর্চার শ্যামলী রায় রিকার্ভ ইভেন্টে আজারবাইজানের এক আর্চারের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন। শ্যামলী রায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে রিও অলিম্পিকে খেলেছিলেন। তার কাছে এবার প্রত্যাশাটা একটু বেশিই ছিল। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারলেন না শ্যামলী।

আরআই/এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।