৬ বলে ৬ উইকেট


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ২৮ জানুয়ারি ২০১৭

ক্রিকেটে বিরল এক বিশ্বরেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার গোল্ডেন পয়েন্ট ক্রিকেট ক্লাবের সদস্য ২৯ বছর বয়সী অ্যালেড ক্যারে। ৬ বলে তুলে নিলেন প্রতিপক্ষ দলের ৬ উইকেট। আর যা ক্রিকেট ইতিহাসে প্রথম।
 
বুধবার ভিক্টোরিয়ায় ব্যাল্লারাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে খেলা ছিল ইস্ট ব্যাল্লারাট ক্লাবের। বল হাতে অ্যালেডইস্ট ব্যাল্লাট তখন ৪০ রানে ২ উইকেট হারিয়ে ব্যাট করছে। প্রথম ৮ ওভারে উইকেট শূন্য অ্যালেড নিজের নবম ওভারে বল হাতে নিয়েই প্রতিপক্ষের ৬ উইকেট তুলে নেন। আর এতে অ্যালেডইস্ট ব্যাল্লাটের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৪০ রান।
 
এর আগে একই ওভারে ডাবল হ্যাট্রিকের এমন কৃতিত্ব অ্যালেডের আগে কোনো ক্রিকেটারেরই ছিল না। এমন কী বিশ্ব ক্রিকেটে কেউ আজ পর্যন্ত পরপর ৬ বলে ৬ উইকেট নিতে পারেননি। একই ওভারে সর্বোচ্চ ৪টি উইকেট নেয়ার নজির আছে লংকান তারকা লাসিথ মালিঙ্গার।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।