রাষ্ট্রপতির দাওয়াত : রাতে সিদ্ধান্ত নেবে বিএনপি


প্রকাশিত: ০২:৪১ পিএম, ২৫ মার্চ ২০১৫

রাষ্ট্রপতি আবদুল হামিদের দাওয়াতে বঙ্গভবনে যাওয়া না যাওয়ার বিষয়ে রাতে সিদ্ধান্ত নেবে বিএনপি। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান এ তথ্য জানিয়েছেন।

মারুফ কামাল খান জানান, বৃহস্পতিবার বঙ্গভবনের অনুষ্ঠানে যাওয়া না যাওয়ার বিষয়টি নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে রাতের মধ্যেই এ বিষয়ে একটি সিদ্ধান্ত জানাবেন চেয়ারপারসন খালেদা জিয়া।

তবে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বঙ্গভবনে বিএনপির শীর্ষস্থানীয় ২১ নেতাকে আমন্ত্রণ করা হয়েছে। বৃহস্পতিবার বঙ্গভবনে অনুষ্ঠিতব্য রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির গুলশান কার্যালয়ে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

বুধবার ১টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতির পিআর রফিকুল ইসলাম বাবু ও গেস্টারেটর অপারেটর আনোয়ার হোসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এসব আমন্ত্রণপত্র পৌঁছে দেন। খালেদা জিয়ার পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শাসসুদ্দিন দিদার।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।