মাদারীপুরে শিক্ষার্থীদের পাঠদান খোলা আকাশের নিচে
বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেই দায়িত্ব শেষ করেছে কর্তৃপক্ষ। তবে আশ্বাস দিয়েছেন নতুন বিদ্যালয় ভবন নির্মাণের। অন্যদিকে ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় কোমলমতি শিশুদের পাঠদান করা হচ্ছে খোলা আকাশের নিচে। বছরের পর বছর ধরে মাদারীপুরের কালকিনি উপজেলার দুর্গম এলাকার ৩৭নং দক্ষিণ চলবল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন পরিস্থিতির শিকার হয়ে আসলেও নতুন বিদ্যালয় ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি আজও। বুধবার ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে টেবিল পেতে শিক্ষার্থীরা পাঠদান করছে।
স্কুলের প্রধান শিক্ষক সমির কান্তি বিশ্বাস বলেন, আমরা এ বিষয়ে উধ্বর্তন কর্তৃপক্ষকে জানালে তারা ভবন পরিত্যক্ত ঘোষণা করে কিন্তু নতুন ভবন নির্মাণে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।
শিক্ষার্থী মিরা মধু, বৃষ্টি ভক্ত, সিথি মণ্ডল, তুর্য জয়ধর, লাকি হালদার, পাপড়ী হালদারসহ আরো অনেকেই বিদ্যালয় ভবন নিয়ে মন্তব্য করতে গিয়ে ওরা বলে, একটু বৃষ্টি ও জোড়ে বাতাস আসলেই আমরা স্কুল থেকে ভয়ে বাড়ি চলে যাই। ওইদিন আমাদের কোন ক্লাস হয় না।
উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা বলেন, আমরা উক্ত বিদ্যালয়টির নতুন ভবনের জন্য আবেদন করেছি। আশা করছি শীঘ্রই ব্যবস্থা হবে।
এসএইচএ/এমএস