মেসির সঙ্গে তুলনায় বিরক্ত রোনালদো


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ২৬ জানুয়ারি ২০১৭

মাঠের লড়াইয়ে দুজনে প্রবল প্রতিদ্বন্দ্বী। দলীয় ও ব্যক্তিগত লড়াইয়ে সব সময় একে অপরকে ছাড়িয়ে যেতে চান। তবে একের অন্যের প্রতি শ্রদ্ধাবোধের কোনো কমতি নেই মেসি ও রোনালদোর। তাই তো সেরার প্রশ্নে তার সঙ্গে বার্সেলোনা ফরোয়ার্ডের তুলনা করার বিষয়টি নিয়ে খুবই বিরক্ত রিয়াল তারকা রোনালদো।  

গত বছরের আকাশছোঁয়া সাফল্যের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অর এবং ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জেতার পর রোনালদোর মুকুটে যোগ হয়েছে আরেকটি পালক। দঙকিউদি নামে একটি চীনা ওয়েবসাইট ২০১৬ সালের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে এই পুরস্কার দিয়েছে রোনালদোকে। ট্রফি হাতে নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই রিয়াল তারকা লিখেছেন, `আমাকে সমর্থন করার জন্য চীনা ভক্তদের ধন্যবাদ।`

পুরস্কারটি জেতার পর রোনালদো বলেন, `মেসি এবং আমি দুইজনই গ্রেট প্লেয়ার। সে তার দলের জন্য সেরাটা করার চেষ্টা করেন আর আমি ঠিক একইভাবে আমার দলের জন্য। ভিন্ন দুই ক্লাবে খেলায় আমরা প্রতিদ্বন্দ্বী কিন্তু যখন আমরা একসঙ্গে থাকি তখন দুজনের মধ্যে পারস্পরিক সম্মান থাকে।`

নিজেদের নিয়ে রোনালদো আরও বলেন, `রোনালদো হলো রোনালদো আর মেসি মেসি। আমাদের মধ্যে আমি তুলনাটা পছন্দ করি না। আমরা ব্যতিক্রম আর এটাই সবকিছু।`

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।