নেতৃত্ব হারানো নিয়ে ভীত নই : ম্যাথিউজ


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭

দক্ষিণ আফ্রিকা সফরে তার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা ক্রিকেট দল নাকানি-চুবানি খেয়েছে। তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। এরপরই অবশ্য সমালোচকদের মুখ খুলে যায়। তারা তো অ্যাঞ্জেলো ম্যাথিউজকে আর অধিনায়কের পদেই দেখতে চান না।

ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন ম্যাথিউজ। তাকে ছাড়াই ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ওই সিরিজে লঙ্কান বাহিনীকে নেতৃত্ব দেবেন উপল থারাঙ্গা।

এদিকে সমালোচকরা যে যা-ই বলুক না কেন- জাতীয় দলের নেতৃত্ব হারানো নিয়ে ভীত নন ম্যাথিউজ। কলম্ব ডেইলি মিররকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আসলে এটা (নেতৃত্ব হারানো) নিয়ে ভাবি না। কোনো চাপ নেবো না। অনেকে (সমালোচকরা) যা কিছু বলতেই পারেন। যদি আমি মনে করি এখনই নেতৃত্ব ছাড়ার সময় কিংবা নির্বাচকরা বলে দেন, তাহলে এই পদে থাকবো না। অন্যরা যা-ই বলুক না কেন, আমি বিরক্ত নই।’

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।