রাতে দেশে ফিরছেন সাকিব-তামিমরা


প্রকাশিত: ০৩:১৫ এএম, ২৫ জানুয়ারি ২০১৭

লম্বা সফর ও পূর্ণাঙ্গ সিরিজ শেষে আজ (বুধবার) ২৫ জানুয়ারী দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ক্রাইস্টচার্চ থেকে অকল্যান্ড হয়ে রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সাকিব-তামিমরা।

নিউজিল্যান্ডে লম্বা সময় কাটানোর পর দেশে ফিরেও মোটেই বিশ্রাম মিলবে না ক্রিকেটদের। আগামী ২ ফেব্রুয়ারী ভারত যাত্রা। একই মাসের ৯ তারিখ থেকে হায়দারাবাদে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ শুরু। তার আগে ৩০ জানুয়ারী সব ক্রিকটারকে অনুশীলনে ডাকা হয়েছে।

এদিকে জাতীয় দলের সাথে কোচিং স্টাফদের বেশির ভাগই ঢাকা যাচ্ছেন না। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ন যাবেন অস্ট্রেলিয়া।  ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ঢাকায় ফিরবেন ৩০ জানুয়ারি রাতে। আর কোচ চন্ডিকাও হয়তো এমন সময়েই রাজধানী ঢাকায় ফিরবেন। দলের সাথে কোচিং স্টাফদের মধ্যে শুধু সফরসঙ্গী হয়ে ঢাকা ফিরছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।