বাঁ-হাতি পেসার মিস করবে ভারত
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামী ২৬ মার্চ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও অস্ট্রেলিয়া। ঐ ম্যাচে কে জিতবে তা কেউই সাহস করে বলতে পারছে না। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বাঁ-হাতি পেসার মিস করবে ভারত বলে মনে করেন দলটির সাবেক বোলিং কোচ জো ডস।
তার মতে, ‘যেসব অ্যাঙ্গেলে বল করে অস্ট্রেলিয়াকে সমস্যায় ফেলেছিলো পাকিস্তানের বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজ, তা করতে পারবে না ভারতীয় বোলাররা। কারণ ভারতীয় দলে বাঁ-হাতি পেসার নেই। তাই বাঁ-হাতি পেসার মিস করবে টিম ইন্ডিয়া।’
টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার-ফাইনালে পাকিস্তানকে ২১৩ রানেই গুটিয়ে দেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। তাতে অনেকেই মনে করেছিলেন- সহজেই জিতে যাবে অসিরা। কিন্তু তা হতে দেননি পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। পুরোপুরিভাবে না পারলেও, বেশ কিছুটা সময়ের জন্য হলেও অসিদের বেকাদায় ফেলেছিলেন রিয়াজ। তার গতি ও বাউন্সারেই একসময় চাপে পড়ে গিয়েছিলো অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত রিয়াজের ৫৪ রানে ২ উইকেট শিকারের পরও ৬ উইকেটে ম্যাচ জিতে অসিরা।
তবে ম্যাচ শেষে রিয়াজের বোলিং পারফরমেন্সে মুগ্ধ পুরো ক্রিকেট বিশ্ব। প্রশংসাও ঝড়েছে সর্বত্র। সেই সাথে রিয়াজের ভেল্কিতে যেভাবে বেকাদায় পড়েছিলো অস্ট্রেলিয়া, সেভাবে সেমিতে অসিদের বধ করার চেষ্টা চালিয়ে দেখতে পারে ভারত বলে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মতামত দিয়েছেন।
কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞদের সেই মতামত কাজে লাগানোর কোন উপায় ভারতের সামনে নেই বলে মনে করেন দলটির সাবেক বোলিং কোচ জো ডস।
এছাড়া এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে সবচেয়ে বড় চ্যালেঞ্জের সামনে পড়তে যাচ্ছে ভারত বলে জানান ডস। তিনি বলেন, এবারের আসরে এখন পর্যন্ত দারুন ক্রিকেট খেলছে ভারত। কিন্তু এখনো বড় চ্যালেঞ্জের সামনে পড়েনি তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ ম্যাচেই আসল পরীক্ষা দিতে হবে তাদের। এজন্য নিজেদের সেরাটা মাঠে ঢেলে দিতে ধোনিবাহিনীকে।
আরএস/আরআই