অভিজিৎ হত্যা : বুয়েট শিক্ষক ফারসীম ডিবিতে
মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মাদীকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয় বলে নিশ্চিত করেছেন ডিবির (দক্ষিণ) উপ-কমিশনার কৃঞ্চ পদ রায়।
তিনি জানান, অভিজিৎ হত্যাকাণ্ডে বুয়েট শিক্ষকের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবিতে তলব করা হয়। এরই প্রেক্ষিতে তিনি বিকেল তিনটার দিকে ডিবি কার্যালয়ে আসেন।
তাকে জিজ্ঞাসাবাদের পর যদি মনে হয় তার সংশ্লিষ্টতা রয়েছে, তাহলে তাকে আটক করা হবে বলেও জানান উপ-কমিশনার কৃঞ্চ পদ রায়।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে দুর্বৃত্তদের হামলায় নিহত হন যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও `মুক্তমনা` ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়।
একই সময় দুর্বৃত্তদের হামলায় আহত হন অভিজিতের স্ত্রী ব্লগার রাফিদা আহমেদ বন্যা। অভিজিৎ রায় হত্যাকাণ্ডে বুয়েট শিক্ষক ফারসীম মান্নান জড়িত বলে সন্দেহ প্রকাশ করেন অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়।
বুয়েটের ওই শিক্ষকের সঙ্গে শিবিরের কয়েকজনের সংশ্লিষ্টতাও রয়েছে বলে দাবি করে তিনি বলেন, হত্যাকাণ্ডের আগে অভিজিতের সাথে একটি বৈঠকে অংশ নিয়েছিলেন বুয়েট শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মাদী। ফারসীমের ভূমিকা খতিয়ে দেখতে গোয়েন্দাদের অনুরোধ জানান।
২০ মার্চ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নাগরিক সমাবেশে অধ্যাপক অজয় রায় বলেন, বিভিন্ন সূত্রের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে পাওয়া এসব তথ্য তিনি গোয়েন্দা সংস্থাকেও জানিয়েছেন।
জেইউ/আরএস/পিআর