ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে সাকিব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬ এএম, ২৪ জানুয়ারি ২০১৭

ক্রাইস্টচার্চ টেস্টে চারদিনেই পরাজয় ঘটেছে বাংলাদেশের। এ চারদিনের মধ্যে বৃষ্টির কারণে একদিন ভেসে গিয়েছিল। এরই মধ্যে প্রথম ইনিংসে সাকিব খেলেছিলেন ৫৯ রানের ইনিংস। যে কারণে র‌্যাংকিংয়েও একধাপ এগিয়েছেন তিনি। আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এখন নিজের সেরা অবস্থানে রয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ২৩তম থেকে এগিয়ে এখন তার অবস্থান ২২তম।

একই সঙ্গে ক্রাইস্টচার্চে ২ ইনিংস মিলিয়ে ৪ উইকেট নেয়ার ফলে বোলারদের র‌্যাংকিংয়েও এগিয়েছেন তিনি একধাপ। ১৫তম স্থান থেকে এগিয়ে তিনি এখন অবস্থান করছেন ১৪তম স্থানে।

braverdrink

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে সাকিবের পর বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হিসেবে ২৮তম অবস্থানে রয়েছেন তামিম ইকবাল। এরপরের স্থানেই (২৯তম) রয়েছেন মুমিনুল হক। তবে আশ্চর্যজনক বিষয় হলো, ক্রাইস্টচার্চ টেস্টে ব্যাট হাতে রান না পেলেও চার ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি অবস্থান করছেন এখন ৫০তম স্থানে।

বাংলাদেশের বিপক্ষে দারুণ ব্যাট করার ফল পেয়েছেন নিউজিল্যান্ডের টম লাথাম। ৫ ধাপ এগিয়ে তিনি রয়েছেন এখন ২৬তম স্থানে। নিউজিল্যান্ডের আরেক ব্যাটসম্যান হেনরি নিকোলস এগিয়েছেন ১৬ ধাপ। রয়েছেন ৬০তম স্থানে।

তবে টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ ১০টি স্থানে কোনো পরিবর্তন নেই। এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ, দুই নম্বরে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিন নম্বরে ইংল্যান্ডের জো রুট এবং চার নম্বরে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।