ইরানের পরমাণু চুক্তিতে কালক্ষেপণ না করার আহ্বান চীনের


প্রকাশিত: ১০:৪৩ এএম, ২৪ মার্চ ২০১৫

ইরানের পরমাণু ইস্যুতে চুক্তি সইয়ের বিষয়ে কালক্ষেপণ না করার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লি সাংবাদিকদের বলেছেন, ইরানের পরমাণু ইস্যুতে আলোচনা এখন একটি জটিল পর্যায়ে উপনীত হয়েছে।

সব পক্ষেরই উচিত সময়ক্ষেপণ না করে একটি অভিন্ন লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া এবং আলোচনার মাধ্যমে চূড়ান্ত চুক্তিতে পৌঁছা। সুইজারল্যান্ডের লোজানে পরমাণু আলোচনায় সব পক্ষ থেকেই রাজনৈতিক সদিচ্ছা ফুটে উঠেছে বলে তিনি জানান।

চীনা এই মুখপাত্র বলেন, ইরানের পরমাণু ইস্যুতে বেইজিং বাস্তব ও নিরপেক্ষ নীতি অনুসরণ করছে এবং আলোচনা এগিয়ে নেয়ার ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রেখে চলেছে।

সুইজারল্যান্ডের লোজানে টানা ছয় দিনব্যাপী আলোচনা শেষে গত শুক্রবার দেশে ফিরেছেন ইরানের আলোচক দল। বুধবার ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আবারও আলোচনা শুরু করবে তেহরান। চলতি মার্চ মাসের মধ্যেই একটি চূড়ান্ত পরমাণু চুক্তি সই হতে পারে বলে আশা করা হচ্ছে।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।