‘স্লিপ ক্যাচিং নিয়ে ভাবতে হবে’


প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭

নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ভরাডুবির সফরের ময়না তদন্ত করতে বসলে একের পর এক ক্যাচ মিস প্রধান কারণ হিসেবে দেখা দেবে। একে তো প্রতিপক্ষের বিরুদ্ধ কন্ডিশন। যেখানে প্রতিকূলতার সীমা নেই।

তার ওপর যেভাবে টাইগার ফিল্ডারদের পিচ্ছিল হাত গলে ক্যাচ মাটিতে পড়েছে, তাতে হার না এসে ফল কি-ই বা হবে? কথা তো আছেই- ‘ক্যাচ মিস মানে ম্যাচ মিস।’

Babuক্রাইস্টচার্চ টেস্টের মধ্য দিয়ে নিউজিল্যান্ড বিপক্ষে ‘পরাজয়ের পর পরাজয়ের’ সিরিজে শেষ সংবাদ সম্মেলনে তামিমের কণ্ঠে তাই সেই ক্যাচ মিসের আক্ষেপই ঝড়লো। তামিম বিশেষ করে উল্লেখ করলেন স্লিপ ক্যাচিং পজিশনের কথা। যেখানকার মতো গুরুত্বপূর্ণ ফিল্ডিং পজিশনেও ক্যাচ ছেড়েছেন টাইগাররা ফিল্ডাররা, যার প্রতিদান ম্যাচ হেরেই দিতে হয়েছে।

braverdrink

তামিম তাই বলতে বাধ্যই হলেন যেন, ‘বিশেষ করে স্লিপ ক্যাচিং নিয়ে ভাবতে হবে। আমাদের দেশে বল নীচে থাকে। আস্তে আসে। আমাদের বোলারদের সাফল্যের বেশ কিছু ক্ষেত্রও থাকে। কিন্তু এ এসব কন্ডিশনে তো আর অমন না। এখানে উইকেট পেতে অরেক পরিশ্রম করতে হয়। কাঠখড় পোহাতে হয়। সেখানে ক্যাচের পর ক্যাচ মিস হলে মুশকিল।’

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।