তামিম মানছেন ভুলের খেসারতই এই হার


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭

ব্যর্থতার দায় নিজের ঘাড়ে তুলে নিয়েছেন। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে না পেরে সরাসরি নিজেকে দায়ি করেছেন তামিম ইকবাল। পাশাপাশি আজ খেলা শেষে কিছু কঠিন সত্যও বেরিয়েছে তার মুখ থেকে।

স্বীকার করেছেন এ ম্যাচ হারের পেছনে সিনিয়রদেরও দায় আছে। কয়েকজন দলকে তেমন কিছুই দিতে পারেননি। এ কঠিন সত্য স্বীকার করে তামিম বলেন, ব্যাটসম্যান হিসেবে আমি আমার কাজটি ঠিকমত করতে পারিনি এবং এটাও সত্য এ টেস্টে সিনিয়ররা তাদের ভুমিকা ঠিকমত মেলে ধরতে পারেননি।’

Babuতামিম আকার-ইঙ্গিতে সাকিব এবং মাহমুদউল্লাহর কথা বোঝালেও তাদেরকে সরাসরি আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দেননি। শুধু মুখে বলেছেন, ‘সিনিয়রদের দায়িত্ব ও কর্তব্য বেশি। তবে দলে তো আর শুধু সিনিয়ররাই যান না, আরও ক্রিকেটারও আছেন। তাদেরও দায়িত্ব-কর্তব্য থাকে। তারাও পারেনি। মোদ্দা কথা, নিজেকে মেলে ধরার কাজটি আমরা কেউই সেভাবে করতে পারিনি। আমিসহ কয়েকজন নিজের দোষেই আউট হয়েছি।’

braverdrink

তার জায়গায় অন্য কেউ হলে নির্ঘাত কোন না কোন অজুহাত খোঁজার চেষ্টা করতেন। তবে তামিম ইকবাল তার ব্যাটিংয়ের মতই ধারালো। কোন রকম আকার ইঙ্গিতে কথা না বলে অকপটে স্বীকার করলেন, ‘আমাদের কোন না কোন ভুল অবশ্যই হয়েছে। পুরো সফরে আমরা কিছু ছোট-খাট ভুল করেছি। সেই ভুলগুলোর কারণেই সাফল্যের দেখা মেলেনি। ভুল-ত্রুটি কম হলে আমরা জিততে পারতাম। আমরা আসলে অনেক বেশি ভুল করেছি। ভুলের মাত্রা বেশি হয়েছে, বলেই সাফল্য ধরা দেয়নি। কম ভুল করলে ফল অন্যরকম হতে পারতো।’

এআরবি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।