ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা


প্রকাশিত: ১১:০০ এএম, ২৩ জানুয়ারি ২০১৭

ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে এই সিরিজে বিশ্রামে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ভারতের প্রধান দুই স্পিন অস্ত্র অশ্বিন-জাদেজা ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টেস্ট সিরিজের সব ক`টিতেই খেলেছেন। সিরিজটি ৪-০ ব্যবধানে নিজেদের করে নেয় বিরাট কোহলির দল। ২-১ এ জেতা ওয়ানডে সিরিজেও বড় ভূমিকা রেখেছেন এই দুই তারকা।

অশ্বিন এবং জাদেজার জায়গায় ভারতীয় দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার অমিত মিশ্র ও অফ-ব্রেক বোলার পারভেজ রসুল।

১৫ সদস্যের ভারতীয় দল:

বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিংহ ধোনি, লোকেশ রাহুল, মানদ্বীপ সিংহ, যুবরাজ সিংহ, সুরেশ রায়না, ঋষভ পন্ট, হার্দিক পান্ডিয়া, অমিত মিশ্র, পারভেজ রসুল, যোগেন্দ্র চাহাল, মানীশ পান্ডে, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, অাশিস নেহরা।

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।