সানির বিরুদ্ধে মামলায় বিব্রত বিসিবি


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৩ জানুয়ারি ২০১৭

জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে মামলা এবং তাকে গ্রেফতার ও রিমান্ডের ঘটনায় বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, সানি যদি কোনোভাবে দোষী প্রমাণিত হয়, তাহলে কোনোভাবেই তার পাশে থাকবে না বোর্ড।

নাসরিন সুলতানা নামে এক নারীর করা তথ্য-প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। রোববার সানিকে গ্রেফতার করে আদালতে তোলায় হয় এবং আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জাতীয় দলের এই ক্রিকেটারের বিরুদ্ধে নাসরিন সুলতানার অভিযোগ, প্রেমের সম্পর্কের পর ২০১৪ সালে তারা গোপনে বিয়ে করেন। তবে বিয়ের পর তাকে তুলে না নেয়া এবং সর্বশেষ তাকে হুমকি-ধামকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করার ভয় দেখানোর কারণে মোহাম্মদপুর থানায় মামলা করেন সেই নারী। এরপরই রোববার আরাফাত সানিকে গ্রেফতার করে পুলিশ।

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।